ইনসাইড ইকোনমি

এশিয়ায় তেলের রপ্তানি মূল্য কমালো সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2018


Thumbnail

এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের রপ্তানি মূল্য আগের মাসের তুলনায় কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। অবশ্য ইউরোপের দেশগুলোর জন্য রপ্তানি মূল্য বাড়ানো হয়েছে। চলতি বছর অক্টোবরে সরবরাহ চুক্তিতে তেলের রপ্তানির এই মূল্যের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এশিয়ার দেশগুলোর জন্য অক্টোবরে সরবরাহের চুক্তিতে আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ১০ সেন্ট কমানো হয়েছে। একই সময় ইউরোপের দেশগুলোর জন্য বাড়ানো হয়েছে ব্যারেলপ্রতি ১ ডলার ৪৫ সেন্ট।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে দাম তুলনামূলক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত জুনে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নেয় জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকভুক্ত দেশগুলো। এর ফলে কূপগুলো থেকেও বাড়তি জ্বালানি তেল উত্তোলন করে সৌদি আরব। এসব জ্বালানি তেল ছাড়কৃত মূল্যে এশিয়ার দেশগুলোয় রপ্তানির উদ্যোগ নিল সৌদি আরব।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭