ওয়ার্ল্ড ইনসাইড

ধর্মে বিশ্বাস নেই ৫২ শতাংশ ব্রিটিশ নাগরিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2018


Thumbnail

কোনো ধর্মেরই অনুসারী নয়, এমন নাগরিকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যুক্তরাজ্যে। প্রায় ৫২ শতাংশ ব্রিটিশ নাগরিকদেরই কোনো ধর্মে বিশ্বাস নেই। গত বছর এ পরিমাণ ছিল ৪১ শতাংশ। ’ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচিউডের’ এক জরিপে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে।

জরিপের ফলাফল থেকে জানা যায়, ’চার্চ অব ইংল্যান্ডে’ অনুসারীদর সংখ্যা রেকর্ড পরিমাণে কমে গেছে। ‘চার্চ অফ ইংল্যান্ডে’র অনুসারী ছিলেন এমন ব্যক্তিদের অর্ধেকেরও বেশি এখন কোনো ধর্মের অনুসারী নন। ১৫ বছর আগে ব্রিটেনবাসীদের মধ্যে যেখানে ৩১ শতাংশ নিজেদের চার্চ অব ইংল্যান্ডের অনুসারী হিসেবে ঘোষণা দিয়েছিলেন সেখানে মাত্র ১৪ শতাংশ এখন চার্চ অব ইংল্যান্ডের অনুসারী।

ধর্মে ত্যাগের এমন ধারা শুধু যে চার্চ অব ইংল্যান্ডের অনুসারীদের ক্ষেত্রে দেখা গেছে এমন নয়, খ্রিস্টান ধর্মের অন্যান্য ধারার ক্ষেত্রেও এ প্রবণতা বিদ্যমান। একই ধারা দেখা গেছে চার্চ অব স্কটল্যান্ডেও। সেখানে অনুসারীদের সংখ্যা ২০০২ সালে যেখানে ৩১ শতাংশ ছিল সেখানে এখন তা ১৮ শতাংশে নেমে এসেছে।

রোমান ক্যাথলিকদের মধ্যে নিয়মিত চার্চে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তাদের ৪২ শতাংশ যেখানে মাসে অন্তত একবার চার্চে যান, সেখানে চার্চ অব ইংল্যান্ডের অনুসারীদের মধ্যে মাত্র ২১ শতাংশ মাসে একবার চার্চে উপস্থিত হন।

বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম ত্যাগের প্রবণতা অনেক বেশি। প্রতি ২০ জন তরুনদের মধ্যে মাত্র একজন কোনো নির্দিষ্ট চার্চের অনুসারী। এছাড়া, এখন সব বয়সী ধর্মত্যাগীদের সংখ্যাই বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে পাবলিক অ্যাটিচিউড বিভাগের প্রধান রজার হার্ডিং মন্তব্য করেছেন, ‘জরিপ থেকে দেখতে পারছি, চার্চ অব ইংল্যান্ড ও চার্চ অব স্কটল্যান্ডের অনুসারীর সংখ্যা অব্যাহতভাবে কমছে।’

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭