ইনসাইড বাংলাদেশ

দশম জাতীয় সংসদের বিদায়ী অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2018


Thumbnail

দশম জাতীয় সংসদের ২২তম ও বিদায়ী অধিবেশন আজ বিকাল ৫টায় শুরু হয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দশম সংসদের শেষ এই অধিবেশন।  

সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। মেয়াদ পূর্ণ হবার ৯০ দিন আগে নতুন নির্বাচনের বাধ্যবাধকতার মধ্যেই বসছে দশম সংসদের ২২তম অধিবেশন। যা কার্যত এই সরকারের মেয়াদে সংসদের শেষ অধিবেশন।

৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংসদ অধিবেশন শুরুর আগে বিকাল ৪ টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হয়েছে বিদায়ী অধিবেশনের সময়কাল।

আজ সরকারের বিদায়ী অধিবেশনে ২২টি বিল কার্যতালিকায় রয়েছে। এরমধ্যে ১১টি নতুন বিল রয়েছে। এছাড়াও তিনটি বিল পাসের জন্য চূড়ান্ত করা হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭