ইনসাইড বাংলাদেশ

কারওয়ান বাজার স্থানান্তর জুনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2018


Thumbnail

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর যানজট নিরসনে কারওয়ান বাজারের কাঁচাবাজারসহ তিনটি পাইকারী বাজার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে ২২তম অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, `কারওয়ান বাজারের কাঁচাবাজারসহ তিনটি পাইকারী বাজার স্থানান্তরের মাধ্যমে ঢাকা শহরের যানজট নিরসন হবে এবং ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্য বাজারজাতকরণ সম্ভব হবে।‘

তিনি আরও বলেন, ` ৩৫০ কোটি টাকা ব্যয়ে ঢাকা শহরের মহাখালী, যাত্রাবাড়ী ও আমিনবাজার- এই তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প চলমান রয়েছে, যা ২০১৯ সালের জুনে শেষ হবে।‘

বাংলা ইনসাইডার/বিপি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭