ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ খাতে এডিবির বরাদ্দ ২,৮৫৬ কোটি টাকা এবং অন্যান্য সংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2018


Thumbnail

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সম্প্রসারণের সহযোগিতায় ঋণ ও অনুদান বাবদ ৩৫ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দিবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় দুই হাজার ৮৫৬ কোটি টাকা। আজ রোববার এডিবির বাংলাদেশ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যান্য সংবাদ:

‘৯০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন

দু’শ প্রকার সরকারি সেবা বাংলাদেশের জনগণের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। ১৫ কোটি তিন লাখ মানুষ এখন মোবাইল সিম ব্যবহার করেন। আজ রোববার সকালে রাজধানীর রেডিসন হোটেলে জেদ্দাভিত্তিক ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আঞ্চলিক প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

১৬ পুলিশ সুপার বদলি

পুলিশ প্রশাসনে পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

দশম জাতীয় সংসদের বিদায়ী অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের ২২তম ও বিদায়ী অধিবেশন আজ বিকাল ৫টায় শুরু হয়েছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দশম সংসদের শেষ এই অধিবেশন। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। মেয়াদ পূর্ণ হবার ৯০ দিন আগে নতুন নির্বাচনের বাধ্যবাধকতার মধ্যেই বসছে দশম সংসদের ২২তম অধিবেশন।

বেসরকারি হাসপাতালে খালেদার চিকিৎসার জন্য হাইকোর্টে রিট

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেছেন তাঁর আইনজীবীরা। আজ রোববার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে এই রিটটি শুনানির অনুমতি চাওয়া হয়। রিটের ওপর আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।

কারওয়ান বাজার স্থানান্তর জুনে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর যানজট নিরসনে কারওয়ান বাজারের কাঁচাবাজারসহ তিনটি পাইকারী বাজার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে ২২তম অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭