ইনসাইড পলিটিক্স

‘২০১৪’র চেয়ে বড় ভুল করছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/09/2018


Thumbnail

২০১৪ সালে বিএনপি যে ভুল করেছিল, এবার বিএনপি তারচেয়ে বড় ভুল করছে। নিজেরাই নিজেদের অস্তিত্বহীনতার দিকে ঠেলে দিচ্ছে বিএনপি। যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যে গেলে যে ভুল হবে তার মাশুল বিএনপিকেই গুনতে হবে।

গতকাল রোববার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে দলটির নেতাদের উদ্দেশ্য করে এসব কথা বলেন জামাতের নেতারা।

গতকাল সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক বসেছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান। জোটের শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তাজা, বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, মুসলিম লীগের সভাপতি এএইচ এম কামরুজ্জামান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমদ, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি প্রমুখ।

বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আগামীর কর্মসূচি নিয়ে আলোচনার এক পর্যায়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যাওয়া নিয়ে কথা ওঠে। জামাত ও এলডিপির আপত্তি সত্ত্বেও বিএনপিসহ অন্যান্যরা জাতীয় ঐক্যে যাওয়ার বিষয়ে নীতিগতভাবে অবস্থান নেন।

এ পর্যায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম বলেন, ঐক্যে যাওয়ার ফলে যে ভুল হবে এর মাশুল বিএনপিকেই নিতে হবে। এর মাশুল ২০ দল নেবে না। তিনি আরও বলেন, বিএনপি এখন ধ্বংসের পথে এগুচ্ছে।

বাংলা ইনসাইডার/জেডএ

   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭