টেক ইনসাইড

অ্যান্ড্রয়েড ৯ পাই এবার শাওমিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/09/2018


Thumbnail

কিছুদিন আগেই এসেছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৯ পাই। সেই সংস্করণ নিয়ে এবার পরীক্ষা শুরু করেছে স্মার্টফোনের জনপ্রিয় ব্র্যান্ড শাওমি।

শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ এমআই ৮ এর জন্য অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট কিছু সংখ্যক ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষার বিষয়টি এমআইইউআই (MIUI) রমের টুইটার অ্যাকাউন্ট থেকে ঘোষণা করা হয়েছে। নতুন আপডেটের ইন্টারফেস থাকছে এমআইইউআই ১০। এখন শুধু চীনের ব্যবহারকারীরাই এমআই ৮ এর জন্য সেটি পরীক্ষা করতে পারবেন। খুব দ্রুতই এর গ্লোবাল বেটাও বিশ্ববাজারে আনা হবে এমআইইউআই ফোরাম পোস্টে জানানো হয়েছে।

নতুন আপডেটের সাইজ হবে ২ গিগাবাইটের উপরে। পরীক্ষা করতে চাইলে আপডেটটি ডাউনলোড করে আলাদাভাবে ইন্সটল করে নেওয়া যাবে। তবে একবার আপডেট ইন্সটল হয়ে গেলে আর আগের সংস্করণে যাওয়া যাবে না। তাই এটি ইন্সটল করতে হলে আগে ভেবেচিন্তে করবেন।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭