ইনসাইড বাংলাদেশ

‘গ্রেনেড হামলার প্রধান রূপকার তারেক রহমান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/09/2018


Thumbnail

‘২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে পেছন থেকে সব কল কাঠি নেড়েছেন।’

আজ সোমবার আদালতে এ মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। পুরান ঢাকায় অস্থায়ী ১নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর-উদ্দিনের উপস্থিতিতে যুক্তি উপস্থাপনের সময় এসব কথা বলেন তিনি। মোশাররফ হোসেন কাজল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি হলেন তারেক রহমান।

 যুক্তি শেষ না হওয়ায় পরবর্তী যুক্তির জন্য আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে ।

সেপ্টেম্বর মাসেই গ্রেনেড হামলা মামলার রায় দেওয়ার কথা ছিল। এ রায় হলে দেশ আরও একটি দায় থেকে মুক্তি পাবে। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ৫১১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পলাতক রয়েছে আরও বেশ কয়েকজন। আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এখন শুধু রায়ের জন্য অপেক্ষা।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭