ওয়ার্ল্ড ইনসাইড

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2018


Thumbnail

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় শতাধিক। স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নাসারাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, রাজধানী আবুজার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চল সংযোগকারী সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ট্যাঙ্কটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ। এসইএমএ-র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন, ট্যাঙ্কারটি থেকে গ্যাস খালাস করার সময় সেটি বিস্ফোরিত হয়।

অবকাঠামো দুর্বল ও নিরাপত্তা নিম্নমানের হওয়ায় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত জুনেই নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে আরেকটি পেট্রল ট্যাঙ্কার বিস্ফোরণের পর আগুন ধরে আরও ৫৩টি গাড়ি পুড়ে গিয়ে অন্তত নয় জন নিহত হয়েছিল।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭