ইনসাইড বাংলাদেশ

‘টেকনোক্র্যাট কোটায় কেউ মন্ত্রিসভায় থাকবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2018


Thumbnail

‘অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠন করা হবে, টেকনোক্র্যাট কোটায় কেউ মন্ত্রিসভায় থাকবে না। মন্ত্রিসভার আকার নির্বাচনকালীন সরকারের মতোই ছোট হবে।’ আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিষয়ে তিনি জানান, ‘কে মনোনয়ন পাবেন আর কে পাবেন না তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন। অক্টোবরেই সব প্রার্থী চূড়ান্ত করা হবে। এরই মধ্যে ৬০-৭০ জন সম্ভাব্য প্রার্থীকে মাঠে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে গ্রিন সিগন্যাল দিয়েছেন।’


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭