ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ’ফ্লোরেন্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ’ফ্লোরেন্স’। স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার রাতে এটি উত্তর ক্যারোলাইনার উইলমিংটনে আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।

ঘূর্নিঝড় মোকাবেলায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। উপকূলের অধিবাসী ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে চার মাত্রার ঘূর্ণিঝড়টি ক্যারোলাইনা উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এটি ক্রমাগতভাবে শক্তিশালী হচ্ছে বলেও সতর্ক করে দিয়েছে তারা। 

গত কয়েক দশকের ঘূর্ণিঝড়ের মধ্যে ’ফ্লোরেন্স’কে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মনে করা হচ্ছে। এর আগে শক্তিশালী ঘূর্ণিঝড় ’হুগো’র আঘাতে ঐ এলাকায় অন্তত ৪৯ জনের প্রাণহাণি হয়।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭