ইনসাইড বাংলাদেশ

সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড, ৪৫% মহার্ঘ ভাতার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2018


Thumbnail

সাংবাদিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজ বোর্ডের ঘোষণা দিয়েছে সরকার। সেই সঙ্গে ৪৫% মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া হয়েছে। গত ১ মার্চ থেকে এই ভাতা কার্যকর ধরা হয়েছে। 

আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে।

উক্ত আদেশে বলা হয়েছে, ‘নবম মজুরি বোর্ডের পেশ করা প্রতিবেদন পরিক্ষান্তে সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মীদের জন্য অষ্টম মজুরি বোর্ডে ঘোষিত মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো। অন্তবর্তীকালীন এই সুবিধা পরবর্তীতে ঘোষিতব্য সামগ্রিক বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে।’

গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজবোর্ড গঠন করে সরকার। ওয়েজ বোর্ড গঠনের ৭ মাস ১৩ দিন পর এ ঘোষণা দেওয়া হলো। 


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭