ইনসাইড গ্রাউন্ড

রাহুল-পান্থের সেঞ্চুরি, দেড় ঘণ্টায় ভারতের প্রয়োজন ১৬৬ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2018


Thumbnail

দ্বিতীয় ইনিংস শুরু পর ভারতের জয়টা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। বিশাল রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ভারতের তিন উইকেটের পতন। মনে হচ্ছিল বিশাল ব্যবধানেই হারতে যাচ্ছে ভারত। ১২১ রানের মধ্যে শেখর ধাওয়ান, পুজারা, বিরাট কোহলি, অজাঙ্কা রাহানে ও হানুমা বিহারীকে হারিয়ে ভারত তখন ‘আইসিইউ’তে।

ভারতের পরাজয় তখন সময়ের ব্যাপার। ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল এক পাশে থেকে সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন। একসময় রাহানেকে নিয়ে সাময়িক বিপর্যয় এড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। রাহানে ৩৭ রানে আউট হয়ে ফিরে গেলে ক্রিজে নামেন রিশাভ পান্ত।

১২১ রানে পাঁচ উইকেট শেষ তখন ভারতের। ক্রিজে রাহুল ও পান্থ। রাহুল পুরো সিরিজে সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। কিন্তু সিরিজের শেষ টেস্ট ম্যাচেই নিজেকে প্রমাণ করলেন। অন্যদিকে রিশাভ পান্তও তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দুইজনের সেঞ্চুরিতে ভারত প্রাণ ফিরে পায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯৮ রান ৫ উইকেটের বিনিময়ে। জয়ের জন্য প্রয়োজন ১৬৬ রান। সব মিলিয়ে ঘণ্টা দেড়েক সময় রয়েছে ভারতের সামনে।

 

বাংলা ইনসাইডার/এসএকে   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭