ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি আলোচনা করতেই এই বৈঠক বসেছেন বার্নিকাট।    

বৈঠক সংশ্লিষ্ট কূটনীতিকরা ধারণা করছেন, সরকার প্রধান ও মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠকে জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশন, আঞ্চলিক এবং অভ্যন্তরীণ রাজনীতি, সমস্যা ও সম্ভাবনা, রোহিঙ্গা সংকট, এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ৫ সেপ্টেম্বরে সর্বাধুনিক প্রযুক্তির বিমান বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণার উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় বার্নিকাটের।


বাংলা ইনসাইডার/আরকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭