ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন দ্রুত মুলতবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2018


Thumbnail

বিদ্যুৎ বিভ্রাটে জাতীয় সংসদে আজকের অধিবেশন দ্রুত মুলতবি করা হয়েছে। সংসদ অধিবেশনের আগেই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই জেনারেটর চালানো হয়। তবে জেনারেটর চালানোর একঘণ্টা পরও বিদ্যুৎ স্বাভাবিক না হলে তড়িঘড়ি করে সংসদের অধিবেশন মুলতবি করা হয়।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বিকেল ৫টায় সংসদ অধিবেশন চলার পনের মিনিট আগে বিদ্যুৎ চলে যায়। সেই অবস্থাতেই অধিবেশন শুরু হয়। পরে বিদ্যুৎ আসলেও সংসদে লাইন দেওয়া সম্ভব হয়নি। লাইন দিলেই কেটে যেতে থাকে। এরপর ঘণ্টা খানেক অধিবেশন চলার পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সংসদের সব কাজ স্থগিত করে আগামীকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করেন।

মুলতবির কারণ জানিয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণেই বৈঠক মুলতবি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংসদ চলে মেঘনা ঘাটের ৪০০ মেঘাওয়াট বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে। কিন্তু সেখানে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সংসদের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এজন্য সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে।’


বাংলা ইনসাইডার/বিপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭