ওয়ার্ল্ড ইনসাইড

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় কুলসুম নওয়াজের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2018


Thumbnail

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যানসারে আক্রান্ত কুলসুম।

আজ মঙ্গলবার নওয়াজ শরিফের ভাই ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় মঙ্গলবার সকালের দিকে কুলসুম নওয়াজকে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার রাত থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে, এসময় তাঁর ফুসফুসে নতুন করে সমস্যা দেখা দেয়।

গত বছরের আগস্টে ক্যানসারের প্রাথমিক স্তর লিম্ফোমায় আক্রান্ত কুলসুমকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে বেশ কয়েকবার তাঁর অস্ত্রপচার সম্পন্ন হয়। কমপক্ষে পাঁচবার কেমোথেরাপি সেশন পার করেন তিনি। একই বছর ১৪ জুন তাঁর ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল।

ব্যক্তিগত জীবনে স্বামী ছাড়াও চার সন্তান হাসান নওয়াজ, হুসাইন নওয়াজ, মরিয়ম নওয়াজ ও আসমা নওয়াজকে রেখে গেছেন তিনি।


বাংলা ইনসাইডার/বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭