ইনসাইড গ্রাউন্ড

ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসাল স্পেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

রাশিয়া বিশ্বকাপে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিল ক্রোয়েশিয়া। বিশ্বমঞ্চের প্রথমবারের মতো ফাইনালে উঠে যায় দলটি। সেই দলটিই কিনা মাত্র দুই মাসের মধ্যে গোল বন্যায় ভেসে গেল। মঙ্গলবার উয়েফা নেশনস লিগে ‘এ’ লিগের গ্রুপ ৪-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে চূর্ণ করেছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। নিজেদের ইতিহাসে এটাই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় পরাজয়। এর আগে কখনও চার গোলের চেয়ে বড় ব্যবধানে হারেনি তারা।

প্রথমার্ধে সাউল নিগেসের গোলে এগিয়ে যাওয়ার পর মার্কো আসেনসিওর বুলেট গতির শটে ব্যবধান বাড়ায় স্পেন। দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করেন রদ্রিগো, সার্জিও রামোস ও ইসকো। মাঝে আত্মঘাতী গোল করে বসেন ক্রোয়েশিয়া গোলরক্ষক লোভরে কালিনিচ।

বিশ্বকাপের আগে হঠাৎ কোচ হুলেন লোপেতেগিকে হারায় লা রোজারিওরা। বিশ্বকাপে অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো ইয়েররোর অধীনে তা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। ছিটকে যায় শেষ ষোলো থেকে। কিন্তু নতুন কোচ এনরিকের অধীনে চেনা ছন্দে ফিরেছে স্পেন। এনরিকের অধীনে এটি স্পেনের টানা দ্বিতীয় জয়। আর পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ টেবিলের শীর্ষস্থান অটুট করল রামোসরা। গ্রুপের অন্য দুই দল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পয়েন্ট শূন্য।

 

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭