ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা: ১২ সেপ্টেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

প্রতিদিনের খেলাধুলার সকল খবর নিয়ে বাংলা ইনসাইডার-এর আয়োজন এক নজরে খেলাধুলা…

মঙ্গলবারের খেলাধুলার টুকরো খবর

ফুটবল
উয়েফা নেশনস লিগ
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসাল স্পেন
রাশিয়া বিশ্বকাপে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিল ক্রোয়েশিয়া। বিশ্বমঞ্চের প্রথমবারের মতো ফাইনালে উঠে যায় দলটি। সেই দলটিই কিনা মাত্র দুই মাসের মধ্যে গোল বন্যায় ভেসে গেল। মঙ্গলবার উয়েফা নেশনস লিগে ‘এ’ লিগের গ্রুপ ৪-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে চূর্ণ করেছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন।

লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের জয়
গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন বিশ্বকাপে আলো ছড়ানো রোমেলু লুকাকু। তার জোড়া গোলে আইসল্যান্ডকে উড়িয়ে উয়েফা নেশন্স লিগে পথচলা শুরু করেছে বেলজিয়াম। রেইকিয়াভিকে জাতীয় স্টেডিয়ামে এ লিগের গ্রুপ-২এর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি। বিশ্বকাপের পর বেলজিয়ামের এটা টানা দ্বিতীয় জয়। গত শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল দলটি।

সুইসদের হারাল ইংল্যান্ড
টানা তিন হারের পর জয়ের পথে ফিরেছে ইংল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইংলিশদের জয়সূচক গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড।

ক্রিকেট
ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ
পঞ্চম টেস্ট, পঞ্চম দিন
ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুল ও ঋষভ পান্থ ২০৪ রান যোগ করে ভারতের ম্যাাচ ড্রয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় নতুন বল নিতেই ভারতের সব আশা ধুলোবালির মতো উড়ে যায়৷ নেয়৷ ৪৬৪ রান তাড়া করতে নেমে ৩৪৫ রানে থেমে যায় ভারতের লড়াই৷ দলে ভারতকে ১১৮ রানে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ জিতে নিল ইংল্যান্ড৷ সেই সঙ্গে অ্যালেস্টার কুককে ‘গ্র্যান্ড ফেয়ারওয়েল’ দিল রুটবাহিনী৷ তবে ভারত ম্যাচ হারলেও ওভালে রাহুল ও পান্থের লড়াকু ইনিংস প্রশংসা আদায় করেছে। একই সঙ্গে এদিন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলে টেস্টে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়েন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩২; ভারত প্রথম ইনিংস: ২৯২; ইংল্যান্ড ২য় ইনিংস: ৪২৩/৮ ডিক্লে.

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬৪, চতুর্থ দিন শেষে ৫৮/৩) ৯৪.৩ ওভারে ৩৪৫ (রাহুল ১৪৯, ধাওয়ান ১, পুজারা ০, কোহলি ০, রাহানে ১১৪, জাদেজা ১৩, ইশান্ত ৫, শামি ০, বুমরাহ ০*; অ্যান্ডারসন ৩/৪৫, ব্রড ১/৪৩, মইন ১/৬৮, কারান ২/২৩, স্টোকস ১/৬০, রশিদ ২/৬৩, রুট ০/১৭)

ফল: ইংল্যান্ড ১১৮ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অ্যালেস্টার কুক
ম্যান অব দা সিরিজ: বিরাট কোহলি ও স্যাম কারান

বুধবারের খেলাধুলা

ফুটবল
সাফ সুজোকি চ্যাম্পিয়নশিপ ২০১৮
নেপাল-মালদ্বীপ
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় বিকাল ৪টায় নেপালের বিপক্ষে মাঠে নামছে মালদ্বীপ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও চ্যানেল নাইন।

ভারত-পাকিস্তান
সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও চ্যানেল নাইন।

উয়েফা নেশনস লিগ (পুনঃপ্রচার, সনি টেন ২)
ইংল্যান্ড-সুইজারল্যান্ড
বিকেল ৫-৩০ মিনিটে

স্পেন-ক্রোয়েশিয়া
দুপুর ২-৩০ মিনিটে

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭