ইনসাইড গ্রাউন্ড

৪-১ এ সিরিজ হারকে সম্মানের লড়াই মানছেন কোহলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে ভারত। স্বাভাবিকভাবেই ভারতীয়দের কাঠগড়ায় গোটা দল। অনেকে এই পরাজয়কে লজ্জারও বলছেন। কিন্তু এমনটা ভাবতে নারাজ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের মাটিতে ৪-১ এ হেরেও লজ্জিত নন বিরাট৷ একে সম্মান লড়াই বলছেন ভারত অধিনায়ক৷

সিরিজের শেষ টেস্ট ১১৮ রানে হারের পর কোহলি বলেন, ‘১-৪ স্কোরলাইন খারাপ নয়৷ যোগ্য দল হিসেবেই ইংল্যান্ড জিতেছে৷ তবে আমরা যে একেবারেই বাজে খেলেছি, এমনটা নয়৷ স্কোরবোর্ডই বলে দিচ্ছে আমরা কেমন খেলেছি৷ দুই দলই সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে।’

বিরাট আরও বলেন, ‘এটা টেস্ট ক্রিকেটের দারুণ উদারণ৷ দর্শকরা মাঠে এসেছে তাঁদের প্রিয় দলের জয় দেখতে৷ আমাদের আসল উদ্দেশ্য ছিল মাঠে নেমে ভালো ক্রিকেট খেলা৷ আশা করি, পেশাদার দল হিসেবে ইংল্যান্ডও সেটা উপলব্ধি করবে৷’

 

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭