ইনসাইড বাংলাদেশ

‘দেশের পুঁজি বাজার স্থিতিশীল হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের পুঁজি বাজার স্থিতিশীল হয়েছে। দেশের আর্থ সামাজিক উন্নয়নে শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ভবিষ্যৎ পুঁজি বাজার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।’

আজ বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর উদ্বোধনী ভাষণে প্রধামন্ত্রী একথা বলেন।

পুঁজি বাজারকে দেশের উন্নয়নের মূলধারায় নিয়ে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। এছাড়া দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আর্থিক খাতের অন্যতম স্তম্ভ পুঁজিবাজারের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে। তাই বিশ্বে বাংলাদেশের পুঁজিবাজার বিকাশমান ও সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে।`

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে বিএসইসির রজত জয়ন্তীর আয়োজন করা হয়। বিএসইসি’র পূর্তি উপলক্ষ্রে সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সপ্তাহ ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও স্মৃতিচারণ, বিএসইসি পরিবারের পুনর্মিলনী, করপোরেট গভর্নেন্স বিষয়ক নানা সেমিনার থাকছে। এছাড়া ডিএসই, সিএসই, সিডিবিএল ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭