ইনসাইড বাংলাদেশ

যাচ্ছেন শ্রিংলা, আসছেন রিভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

বাংলাদেশে ভারতের হাইকমিশনারের পরিবর্তন হতে পারে। বর্তমান ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন চলে যেতে পারেন। আর বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে আসতে পারেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের ঢাকা কার্যালয়ের দায়িত্বে থাকা রিভা গাঙ্গুলি দাস।

আজ বুধবার ভারতীয় সংবাদ টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ খবর জানা গেছে। তারা এক প্রতিবেদননে জানিয়েছে, প্রভাবশালী দেশগুলোতে রাষ্টৃদূত পরিবর্তন করতে উদ্যোগ নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, মিয়ানমার, স্পেন ও থাইল্যান্ড- এই নয়টি দেশের কূটনীতিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ভারত। আর এই পরিবর্তন হবে দ্রুতই।

টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে বর্তমানে ভারতের রাষ্ট্রদূত থাকা নভতেজ সরনার এ বছরের শেষের দিকে অবসরে যাচ্ছেন। সেখান থেকেই দায়িত্ব নিতে পারেন শ্রিংলা।

২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন হর্ষবর্ধন শ্রিংলা। এর আগে ভারতের রাষ্ট্রদূত ছিলেন পংকজ শরণ। বাংলাদেশে দায়িত্ব শেষে তাকে পাঠানো হয় রাশিয়ায়। বাংলাদেশের দায়িত্ব থাকার পর ভারতীয় হাইকমিশনারদের আরও গুরুদায়িত্বে যাওয়ার রেওয়াজ এবারও যেন অব্যাহত থাকল।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭