ইনসাইড গ্রাউন্ড

এবার সেরেনার কার্টুন নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

সবকিছু নিয়ে মজা করতে নেই। কথাটি সম্ভবত ভুলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার কার্টুনিষ্ট মার্ক নাইট। অবশ্য মজা করার সাজা ইতিমধ্যেই পেয়ে চলেছেন মেলবোর্ন হেরাল্ড সান পত্রিকার এই কার্টুনিষ্ট।

এবারের ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে মেজাজ হারিয়ে চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান সেরেনা উইলিয়ামস। শুধু তাই নয় রাগে-ক্ষোভে কোর্টে র‍্যাকেট ভেঙেছেন। মার্ক নাইট সেরেনার সেই রুদ্রমূর্তি নিয়েই কার্টুন এঁকেছেন মার্ক নাইট। আর এরপর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন এই কার্টুনিষ্ট।

গত সোমবার হেরাল্ড সানে ছাপা হয় কার্টুনটি। সেখানে দেখা যায় রাগে গজগজ করতে করতে লাফ দিয়ে র‍্যাকেট ভাঙছেন স্থূলকায় সেরেনা। আর সেরেনার প্রতিদ্বন্দ্বী নাওমিকে আম্পায়ার অনুরোধ করছেন, আপনি কি তাঁকে ম্যাচটা চেড়ে দিতে পারবেন?

হ্যারি পটারের লেখক জে কে রাউলিং সরাসরিই কার্টুনটিকে নারীবিদ্বেষী ও বর্ণবাদী হিসেবে চিহ্নিত করেছেন। একই সঙ্গে কার্টুনটি প্রকাশ হওয়ার পর নাইটের টুইটার অ্যাকাউন্টে ২২ হাজারের বেশি মন্তব্য করেছন। তবে নাইট উড়িয়ে দিচ্ছেন সব সমালোচনা।

 

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭