ইনসাইড গ্রাউন্ড

কুকের অবসরে ব্যথিত ‘বন্ধু’ অ্যান্ডারসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

কুকের বিদায়ী টেস্টে অনন্য এক গড়েন কীর্তি গড়েন জেমস অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ৫৬৪ উইকেট নিয়ে অজি কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলেছেন তিনি।

তবে এই কীর্তি গড়েও ব্যথিত অ্যান্ডারসন। কারণ বন্ধু কুকের বিদায় মেনে নিতে পারেননি তিনি। অ্যান্ডারসন জানিয়েছেন, সবসময়ই তাঁর পাশে ছিলেন কুক। ১২ বছর ধরে একসঙ্গে খেলা বন্ধুর অবসরে অনেক কষ্ট পেয়েছেন তিনি। অনেক চেষ্টায় চোখের পানি আটকিয়ে রাখছেন।

এই ইংলিশ পেসার বলেন, ‘আমি অনেক খুশি যে, ঐ উইকেটটা নেয়ার সময় কুকি (কুক) মাঠে ছিল। এটা অনেক কঠিন একটা সপ্তাহ ছিল। সে (কুক) আমার ভাল বন্ধু। শুধু আজ নয় সে সবসময়ই আমার জন্য মাঠে অসাধারণ ছিল। আমার অনেকটা সময় লেগেছিল মানিয়ে নিতে। কুকির অবসর আমার জন্য অনেক কষ্টের মুহূর্ত ছিল, অনেক চেস্টা করছিলাম না কান্না করার জন্য।`


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭