ইনসাইড গ্রাউন্ড

`কন্ডিশনের সঙ্গে নিজেদের মতো করে মানিয়ে নেয়ার চেষ্টা করছি`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

আর মাত্র দুদিন পরেই এশিয়া কাপ। ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বর্তমানে টুর্নামেন্টকে সানে রেখে সংযুক্ত আমিরাতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।

এদিকে, আমিরাতের গরম আর আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় আছে পুরো দল। ট্রেনিং সেশনের ফাঁকেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকাপে এ কথা বলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমিতে চলছে টাইগারদের ট্রেনিং সেশন।

মাহমুদউল্লাহ বলেন, ‘কন্ডিশন নিয়ে অজুহাত দেখানোর উপায় নেই পেশাদার খেলোয়াড়দের। এই মূহুর্তে এখানকার আবহাওয়া বেশ আর্দ্র। পেশাদার খেলোয়াড় হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই হবে। আমরা নিজেদের মতো করে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমাদের বরং এটাকে ইতিবাচক হিসেবে নিতে হবে।`

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে রিয়াদ বলেন, `কয়েক মাস আগেও শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো করেছি। তবে শ্রীলঙ্কা খুব ভালো দল, তারা ভালো ক্রিকেট খেলছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে।`

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭