ইনসাইড বাংলাদেশ

শোলাকিয়া জঙ্গি হামলা মামলার চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে চার্জশিট জমা দেওয়া হয়। শোলাকিয়ায় জঙ্গি হামলা সংঘটিত হওয়ার দুই বছর পর চার্জশিট জমা দেওয়া হলো।

২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের সকালবেলায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে চালানো জঙ্গি হামলায় দুইজন পুলিশ ও এক জঙ্গিসহ চারজন নিহত হয়। ঘটনার দিন সকাল পৌনে নয়টার দিকে নামাজ পড়তে আসা মুসল্লিদের শরীর তল্লাশিকালে মুসল্লিবেশে আসা দুই জঙ্গি চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর দুটি গ্রেনেড ছুঁড়ে মারলে এক এএসআইসহ মোট আট পুলিশ সদস্য আহত হন। এসময় মাটিতে পড়ে যাওয়া কনস্টেবল জহিরুল ইসলাম ও কনস্টেবল আনসারুল হককে চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কোপায় জঙ্গিরা। আহত জহিরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে এবং জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আনসারুল হক মারা যান। এদিকে গুলি বিনিময়ের সময় বন্ধ স্টিলের জানালা ভেদ করে মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক। এ ঘটনায় পুলিশের পাল্টা হামলায় এক জঙ্গিও নিহত হয়।

অবশ্য মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। খুব শিগগিরই আদালতে মামলাটির চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি।

বাংলা ইনসাইডার/এসএইচটি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭