ইনসাইড বাংলাদেশ

চলতি অধিবেশনে উঠবে প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০১৮ আগামী রোববার সংসদে তোলা হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১১তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনটি চলতি অধিবেশনের রোববার সংসদে উপস্থাপন করব। এরপর এটি স্ট্যান্ডিং কমিটিতে যাবে। দশম জাতীয় সংসদের একটি সংক্ষিপ্ত অধিবেশন আগামী অক্টোবরে হবে। সড়ক নিরাপত্তা আইনটি ওই অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।’

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। এরপর নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করে। তাদের এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকটা তড়িঘড়ি করেই সড়ক নিরাপত্তা আইনের খসড়াটির অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭