ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে মালদ্বীপের সঙ্গী ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2018


Thumbnail

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাল ভারত। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৩-১ গোলে হারায় ভারত। দলের জয়ে মানভির দুটি ও সুমিত পাস্সি একটি করে গোল করেন।

তবে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথের ঠিক উল্টো চিত্র ফুটবল মাঠে। যা আবারও প্রমাণিত হলো সাফ চ্যাম্পিয়নশিপে। তবে ম্যাচের শেষ দিকে পায়ের জোরে না পারলেও গায়ের জোরে মাঠ কাপিয়েছে পাকিস্তান।

৮৬ মিনিটে মারামারি করে লাল কার্ড দেখেন মহসিন আলী ও লাল্লিয়াঞ্জুয়ালা চাংতে। বল নিয়ন্ত্রণের লড়াইয়ে বশির ফাউল করেন লাল্লিয়ানজুয়ালাকে। তিনি আবার থাবা মারেন বশিরকে। দুই পক্ষের উত্তেজনার মধ্যে মহসিন আলি গিয়ে ধাক্কা দেন লাল্লিয়ানজুয়ালাকে। রেফারি লালকার্ড দেখান দুজনকেই।

এ নিয়ে ১১ বার সাফের ফাইনালে উঠল ভারত। প্রথমবারের মতো শিরোপা লড়াইয়ের মঞ্চে ওঠা হলো না পাকিস্তানের।

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭