ইনসাইড বাংলাদেশ

বঙ্গবন্ধুর হত্যাকারী রশিদের জামাতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/09/2018


Thumbnail

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস দমন বিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তাঁকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাজধানীর হাতিরঝিল থেকে তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান।

গত ১৫ আগস্ট ফুয়াদ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে একটি পোস্ট দিয়েছিলেন। ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ারে অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

২০১০ সালের জানুয়ারিতে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। গ্রেফতারকৃত ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭