ওয়ার্ল্ড ইনসাইড

নওয়াজের প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ল ৩ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/09/2018


Thumbnail

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। স্ত্রীর মৃত্যুর জন্য ৩ দিনের প্যারোল দেওয়া হয়েছে নওয়াজকে৷ প্রথমে মাত্র ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল নওয়াজ, তাঁর মেয়ে ও জামাতাকে। পরে এ মেয়াদ বাড়ানো হয়। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের।

কুলসুমের মরদেহ লাহোরে আনার জন্য লন্ডনে পৌছেছেন নওয়াজের ভাই শেহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার মরদেহ পাকিস্তানে পৌছাবে বলে জানা গেছে। পরিবার জানিয়েছে, লাহোরেই তাঁকে দাফন করা হবে৷ দাফন শেষে আগামী শুক্রবার শোকসভার আয়োজন করা হবে।

গত মঙ্গলবার লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৬৮ বছর বয়সী বেগম কুলসুম নওয়াজের৷ গত সোমবার রাত তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়৷ গত বছর আগস্টে বেগম কুলসুম নওয়াজের লিমফোমা(গলা) ক্যানসার ধরা পড়ে৷ এরপর ২০১৭-র জুন থেকে লন্ডনের একটি ক্লিনিকে তাঁর চিকিৎসা চলছিল।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭