ইনসাইড বাংলাদেশ

নাশকতা মামলায় খালেদার জামিন শুনানির আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/09/2018


Thumbnail

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলায় নাশকতার মামলায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি বিষয়ে আজ দুপুর তিনটায় আদেশ দেওয়া হবে।

কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় গতকাল বুধবার বিকেলে খালেদা জিয়ার জামিন শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন আজ বৃহস্পতিবার ধার্য করা হয়।  কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম এদিন ধার্য করেন।

উল্লেখ্য ২০১৫ সালের ২৫ জানুয়ারি বেলা ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০১৫ সালের ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানায় বেগম খালেদা জিয়াসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭