ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে আজই সংসদে উঠছে সড়ক পরিবহন আইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/09/2018


Thumbnail

প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন আইন আজ বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সড়ক পরিবহনের নির্মাণাধীন নতুন ভবনের কাজ পরিদর্শন করতে গিয়ে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পরিবহন আইনটি আগামী রবিবার জাতীয় সংসদে ওঠার কথা ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী আমাকে ও আইনমন্ত্রীকে ডেকে বলেন, যেহেতু সব রেডি আছে তাহলে দেরি কেন? আজই যেন এই আইনটি উত্থাপন করা হয়। তাই আজই আইনটি সংসদে উত্থাপন করবো আমি।’  

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সড়ক নিরাপত্তা আইনের খসড়া দ্রুত অনুমোদন দেয় মন্ত্রিসভা।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭