ইনসাইড গ্রাউন্ড

টেস্ট ক্রিকেটে ডিউক বল ব্যবহারের পরামর্শ ওয়ার্নের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/09/2018


Thumbnail

টেস্ট ক্রিকেটকে আরও উপভোগ্য এবং উত্তেজনাকর করতে কোকাবুরা বল ব্যবহার না করারা পরামর্শ দিয়েছেন শেন ওয়ার্ন। এই অজি লেগ স্পিনার টেস্ট ক্রিকেটে ডিউক বল বাধ্যতামূলক করে তাঁর জন্যও অনুরোধ করেন।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড ও উইন্ডিজই শুধুমাত্র ডিউক বল ব্যবহার করে থাকে। বাকী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সহ অধিকাংশ দলই কোকাবুরা বল দিয়ে খেলে থাকে। তবে এশীয় অঞ্চলে এসজি বলই বেশি ব্যবহৃত হয়।

ওয়ার্নের মতে, ‘দীর্ঘ সময়ের জন্য কোকাবুরা বল মানানসই নয়। আমরা একই জিনিষ বহু আগে থেকে বলে আসছি কিন্তু কিছুতেই তা পরিবর্তন হচ্ছেনা। আমাদের মধ্যে অনেকেই বলেছিলো চলো ডিউক বল ব্যবহারের চেষ্টা করা যাক। কিন্তু আমি খুশি হব যখন তা সারা বিশ্বে ব্যবহৃত হবে।`

ডিউক বল ব্যবহারে বোলাররা উইকেট থেকে বাড়তি সুইং পায় এবং ব্যাটসম্যানদের একটা পরীক্ষা নিতে পারে। যাতে ব্যাটসম্যান এবং বোলারদের মাঝে একটা সামঞ্জস্য থাকে।

ডিউক বলের প্রশংসা করে ওয়ার্ন বলেন, ‘ডিউক বলই সেরা বল। এখনই সময় এটার ব্যাবহার শুরু করা যাক। ডিউক বলের ব্যবহার শুরু করা উচিত।’

 

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭