ওয়ার্ল্ড ইনসাইড

ফ্লোরেন্সের প্রভাবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2018


Thumbnail

প্রবল বাতাস আর বৃষ্টিপাত নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হাজির হয়েছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে এটি উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতেই কয়েক হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রবল বাতাস আর বৃষ্টিপাতের কারণে মার্কিন পূর্ব উপকূলীয় ১ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। ফ্লোরেন্সের তান্ডবে বহু মানুষের প্রাণহানী ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এই ঘূর্ণিঝড় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা।

উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ার ১০ লাখেরও বেশ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নর্থ ক্যারোলিনায় ভারী বৃষ্টিপাতে প্রায় এক ফুট পর্যন্ত পানি উঠে গেছে।

দেশটির জাতীয় ঘূর্ণিঝড় মোকাবিলা কেন্দ্র থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়টি আগের চেয়ে দুর্বল হলেও এখনও এটি মারাত্মক বিপজ্জনক।

ফ্লোরেন্সের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরের প্রায় এক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। 


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭