ইনসাইড বাংলাদেশ

আগামী বছরের মার্চে ডাকসু নির্বাচন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2018


Thumbnail

২০১৯ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আগামী রোববার ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ডাকসু নির্বাচন বিষয়ে বৈঠকে বসবেন ঢাবি ভিসি ড. আক্তারুজ্জামান। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে  সংশয় থাকলেও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে ছাত্র সংগঠনগুলো।   

এ বছরের ১৭ই জানুয়ারি ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই নির্দেশনার পরেও ডাকসু নির্বাচনের জন্য কোনো পদক্ষেপ না নেয়ায় ঢাবি উপাচার্য ড. আক্তারুজ্জামান, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি এবং ট্রেজারার ড. কামাল উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে মামলা দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।  

ডাকসু নির্বাচন বিষয়ে ঢাবি প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানির দাবি, আগামী বছরের মার্চে ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবাসিক এবং অনাবাসিক ছাত্রদের নির্ভূল ভোটার তালিকা তৈরির কাজ আমরা শুরু করে দিয়েছি। ডাকসু নির্বাচন নিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি সকলের সহযোগিতা মাধ্যমে আমরা সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন করতে পারবো।’

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এ বিষয়ে বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য `ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকল কার্যক্রম অব্যাহত রেখেছে। ঢাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন অনতিবলম্বে ডাকসু নির্বাচনের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করে এটিই আমাদের চাওয়া।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘আমরা ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। ডাকসু নির্বাচনের জন্য সুষ্ঠ পরিবেশ তৈরি করবে বলে ঢাবি প্রশাসন আমাদের জানিয়েছেন।’   

উল্লেখ্য, আগামী দিনের জাতীয় নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে বিবেচনা করা হয় ডাকসু নির্বাচনকে। ডাকসুর বিধান অনুযায়ী প্রতিবছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিগত ২৮ বছর ডাকসুর কোন নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল।

বাংলা ইনসাইডার/আরকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭