ইনসাইড বাংলাদেশ

ফখরুলের সফর নিয়ে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2018


Thumbnail

আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নালিশই বিএনপির পুঁজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অপরদিকে, নালিশ করতে নয় বরং দেশের বাস্তব অবস্থা তুলে ধরতে জাতিসংঘে গেছেন মির্জা ফখরুল বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

আজ শুক্রবার সকালে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ (এ কে এম এম সি) দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলন করতে ব্যর্থ। নালিশই এখন পুঁজি তাদের। তাইতো তারা জাতিসংঘে গেছে নালিশ করতে। কিন্তু আমাদের শেকড় দুর্বল নয়। আমাদের শেকড় বাংলাদেশের মাটি ও মানুষের বহু গভীরে। অন্য কারোর চাপে আমরা নতি স্বীকার করবো না, আমরা নতি স্বীকার করবো বাংলাদেশের মানুষের কাছে।’

এছাড়াও দেশের সমস্যা, দেশেই সমাধান করা হবে; লবিস্ট কেন? বলে সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন সেতুমন্ত্রী।

অপরদিকে, আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সেতুমন্ত্রীর নালিশ বিষয়ক এমন অভিযোগ নাকচ করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, জাতিসংঘে মির্জা ফখরুল তো আর নিজ থেকে যান নি। সেখানে নালিশ করতে নয়; দেশের বাস্তব অবস্থা তুলে ধরতে জাতিসংঘে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে  জাতীয় ঐক্য হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি এবং একে আরও সংঘবদ্ধ করার পরামর্শও দেন।

এদিকে, জাতিসংঘ মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে কোনো আমন্ত্রণ জানাননি বলে জানা গেছে। এ ব্যাপারে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার অফিসের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অফিসার জোয়স লুইস ডায়াজ জানিয়েছেন, বিএনপির অনুরোধেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা করেছেন মিরোস্লাভ জেনকা।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭