ইনসাইড বাংলাদেশ

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2018


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবসা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এক হাজার ২৫০টি আসনের বিপরীতে এবার ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ২৬ হাজার ৯৬০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন ২১ শিক্ষার্থী।

পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। কোন সমস্যা নেই। আমরা চাই আমাদের সাধ্য অনুযায়ী যথা ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে ভালো গ্র্যাজুয়েট উপহার দিতে।’

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী জানিয়েছেন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো রকমের  জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি। সেইসঙ্গে পরবর্তী পরীক্ষাগুলোও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবেও আশা প্রকাশ করেন তিনি।

এবার অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে প্রতিটা পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি যেকোনো ধরণের অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে দায়িত্ব পালন করছে ভ্রাম্যমাণ আদালত।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাবি শাখা ছাত্রলীগ, টিএসসিকেন্দ্রিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবক কর্মীরা পরীক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করতে তৎপর ছিল।

পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ভি‌সি অধ্যাপক আখতারুজ্জামান, ব্যবসা শিক্ষা অনুষ‌দের ডিন অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম, প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্র প‌রিদর্শন করেন।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭