ওয়ার্ল্ড ইনসাইড

কেন বের করে দেয়া হয়েছিল ওবামাকে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2018


Thumbnail

ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। তাও আবার ডিজ়নিল্যান্ড থেকে। ক্যালিফোর্নিয়ার এক জনসভায় সম্প্রতি তিনি নিজেই এই খবর ফাঁস করেন। দুই পুলিশ অফিসার বারাক সহ তাঁর বন্ধুদের পার্ক থেকে বার করে দেন বলে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। তাঁর কারণটা কি, জানেন তো?

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ফ্লোরিডার বে লেক এলাকার ডিজ়নিল্যান্ডের ‘ম্যাজিক কিংডম এ। তখন মাত্র কলেজে ঢুকেছেন বারাক। বয়স কুড়ির কোঠাতেও পৌঁছায়নি। সেখানেই কায়দা করে বন্ধুরা সবাই মিলে সিগারেট ধরিয়েছিলেন। হঠাৎ তাঁদের সামনে উদয় হল দুই বিশাল দেহী পুলিশ অফিসার। এক জন চেপে ধরেন বারাকের হাত। কাঁধে হাত রেখে বলেন, ‘এখানে ধূমপান নিষিদ্ধ! তোমাদের এখনই পার্ক থেকে বেরিয়ে যেতে হবে।’ এরপর জোর করে বের করে দেন ওবামা ও তাঁর বন্ধুদের।

ক্যালিফোর্নিয়ার আনাহাইমে এক জনসভায় সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে বারাক জানান, ‘সিগারেট খুবই খারাপ জিনিস। কিন্তু তখন আমার বয়স কম ছিল। সব কিছুতেই বিদ্রোহ করতে ইচ্ছে করত।’

দেশের ৪৪তম প্রেসিডেন্টের এই অভিজ্ঞতার বর্ণনা শুনে অবাক হয়েছেন ডিজনি কর্তৃপক্ষও। তৎক্ষণাৎ টুইট করেছেন ওয়াল্ট ডিজ়নি সংস্থার চেয়ারম্যান রবার্ট আইগার। লিখেছেন, ‘ওবামাকে আমাদের রিসোর্টে স্বাগত। যখন খুশি, যত বার খুশি এখানে আসুন তিনি। তবে শুধু সিগারেট না-ধরালেই হল!’

বাংলা ইনসাইডার/জেডআই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭