ইনসাইড বাংলাদেশ

বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হবে প্রধানমন্ত্রীর জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2018


Thumbnail

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন, ২৮ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করবে আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও মন্দির, গীর্জাসহ অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ওইদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনে ১০০টি রিক্সা ভ্যান বিতরণ, ১১টায় আজিমপুরে খাদ্য বিতরণ, গরীব অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও পুস্তক বিতরণ করা হবে। সেইসঙ্গে সারাদেশে আনন্দ র‌্যালি, চারুকলায় স্কুল শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের জন্মদিন, অসহায়, গরীব ও দুঃখী মানুষদের জন্য উৎসর্গ করা হবে বলে জানান সেতুমন্ত্রী।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭