ওয়ার্ল্ড ইনসাইড

ফ্লোরেন্সের পর আসছে ‘হেলেন’!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2018


Thumbnail

ঘূর্ণিঝড় ’ফ্লোরেন্স’ এর রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড়েরর নতুন আতঙ্ক। এমনিতেই হ্যারিকেন ফ্লোরেন্স নিয়ে আতঙ্কে নর্থ ক্যারোলিনাবাসী। তার ওপর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরেক ঘূর্নিঝড়ের খবর। হ্যারিকেন ’ফ্লোরেন্সের’ ঠিক পিছনেই নাকি ঘনীভূত হচ্ছে আরও একটি হ্যারিকেন, যার নাম দেওয়া হয়েছে ‘হেলেন’৷ যে কোনও মুহুর্তে এটি আছড়ে পড়তে পারে ব্রিটিশ উপকূলে৷

আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ধীরে ধীরে নর্থ ক্যারোলিনার দিকে এগোচ্ছে হেলেন৷ এর প্রভাবে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে প্রশাসন৷ ব্রিটেনে সরাসরি এর প্রভাব না পড়লেও, ঝোড়ো শীতল হাওয়া আগামি সোমবার থেকে বইবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর৷

তবে ভাগ্য ভালো থাকলে ঘুরেও যেতে পারে এই হ্যারিকেনের মুখ। কারণ ব্রিটেনের কাছাকাছি, একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে৷ ফলে হ্যারিকেন হেলেন আছড়ে পড়তে পারে ব্রিটেনেও৷ সেদিক থেকে ব্রিটেনে সতর্কতা জারি করা হয়েছে৷। এদিকে গত বুধবার রাত পর্যন্ত ফ্লোরেন্সের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, তবে এখন বাতাসের গতি কিছুটা কমে এসেছে।

বাংলা ইনসাইডার/জেডআই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭