ইনসাইড পলিটিক্স

যে ২৫ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2018


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এমন আসন রয়েছে ২৫টি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে বাংলা ইনসাইডার। গবেষণায় দেখা গেছে, অন্তত ২৫টি আসনে মাত্র ২০০ থেকে ১০,০০০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা জয় পেয়েছে। একারণে ধারণা করা হচ্ছে, এই আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর যেকেউই জয়ী হতে পারে। প্রধান দলগুলো মোটামুটি সবাই শক্তিশালী এসব এলাকায়।

১৯৭৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন পক্ষপাতমূলক হলেও সেসময় আওয়ামী লীগ ৪২টি আসনে জয়লাভ করে। ১৯৯১ সালে আওয়ামী লীগ ৯১টি আসনে জয়ী হয়। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬০টি আসনে জয়লাভের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসে। ২০০১ সালে আওয়ামী লীগ পায় ৫৬টি আসন। ২০০৮ সালে বড় জয়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে। এরপর দীর্ঘ ১০ বছর ধরে দেশ পরিচালনার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে আওয়ামী লীগ সরকার।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের পর যে যেকোনো সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে ৩০০ আসনের সীমানা পুননির্ধারণের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন এখন নির্বাচনের তোড়জোড় চালালেও রাজনৈতিক দলগুলো হিসেবের খাতা খুলে বসেছে। বিভিন্ন আসনে নিজেদের অবস্থান পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করছে রাজনৈতিক দলগুলো। বাংলা ইনসাইডারের বিশ্লেষণ মতে, অন্তত ২৫টি আসনে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির পক্ষ থেকে যেকেউ নির্বাচনে দাঁড়ালেও জয়ী হতে হলে প্রার্থীকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই আসনগুলোর কথাই আজ জানানো হলো:

যে ২৫টি আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে:

জাতীয় নির্বাচনে বেশ কিছু আসন রয়েছে, যেগুলোতে প্রায় প্রতিটি নির্বাচনেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে দেখা যায়। এই আসনগুলোতে ভোট ব্যবধান এতই কম যে, কোন দল জয়ী হবে তা নিশ্চিত করে বলা কঠিন। এমন আসন সংখ্যা রয়েছে ২৫টি। এগুলো হলো- ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৬, গাইবান্ধা-৫, বগুড়া-১, সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৫, মেহেরপুর-২, কুষ্টিয়া-৩, ঝিনাইদহ-৪, যশোর-১, যশোর-৪, মাগুরা-২, বাগেরহাট-২, খুলনা-২, সাতক্ষীরা-৩, বরিশাল-৩, বরিশাল-৪, বরিশাল-৫, পিরোজপুর-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-২, কুমিল্লা-৭, কুমিল্লা-৯, চাঁদপুর-৪ ও লক্ষ্মীপুর-২।

তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক আসন

বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন ২০০৮

 ক্রমিক    নং

   নির্বাচনী       আসন

  আওয়ামী      লীগ

  (ভোট)

  বিএনপি

  (ভোট)

 জাতীয়    পার্টি     (ভোট)

  জামাত

  (ভোট)

 পার্থক্য

  জয়

ঠাকুরগাঁও-২

১,০২,৮৮৩

৯৮,৪৫৬

 -

-

৪,৪২৭

আ. লীগ

দিনাজপুর-৬

১,৩৩,৬১০

-

-

১,৩২,৭৫২

৮৫৮

আ. লীগ

গাইবান্ধা-৫

৯৮,৪৬১

-

৯৪,১৪৩

 

৪,৩১৮

আ. লীগ

বগুড়া-১

১,২৭,০০১

১,২১,৯৬৫

-

-

৫,০৩৬

আ. লীগ

সিরাজগঞ্জ-২

১,২৬,৩১১

১,২৮,৪৩২

-

-

২,১২১

বিএনপি

সিরাজগঞ্জ-৫

১,১৯,৫৮২

১,১৯,৩৩০

-

-

২৫২

আ. লীগ

মেহেরপুর-২

৮৪,২৭৯

৮৬,৭৬৮

-

-

২,৪৮৯

বিএনপি

কুষ্টিয়া-৩

১,৩৫,১২৫

১,২৬,৫৫৪

-

-

৮,৫৭১

আ. লীগ

ঝিনাইদহ-৪

১,০৫,৮৫২

১,০১,১৭৫

-

-

৪,৬৭৭

আ. লীগ

১০

যশোর-১

৯৪,৫৫৬

-

-

৮৮,৭০০

৫,৮৫৬

আ. লীগ

১১

যশোর-৪

১,০২,৯৫৮

৯৭,৫২০

-

-

৫,৪৩৮

আ. লীগ

১২

মাগুরা-২

১,১৫,২৭৫

১,০৯,৮০৮

-

-

৫,৪৬৭

আ. লীগ

১৩

বাগেরহাট-২

১,০৩,৮৪৬

৯৫,৯৫৪

-

-

৭,৮৯২

আ. লীগ

১৪

খুলনা-২

৮৯,২৮০

৯০,৯৫০

-

-

১,৬৭০

বিএনপি

১৫

সাতক্ষীরা-৩

১,৪২,৭০৯

-

-

১,৩৪,৩৫২

৮,৩৫৭

আ. লীগ

১৬

বরিশাল-৩

-

৬০,০৫১

৬৬,৪৬৩

-

৬,৪১২

জাপা

১৭

বরিশাল-৪

৮৮,১৮৪

৯২,৫৫৬

-

-

৪,৩৭২

বিএনপি

১৮

বরিশাল-৫

৯৯,৩৯৩

১,০৫,৬৯৪

-

-

৬,৩০১

বিএনপি

১৯

পিরোজপুর-১

১,০২,০৮৬

-

-

৯৪,৯৩৭

৭,১৪৯

আ. লীগ

২০

নারায়ণগঞ্জ-৪

১,৪১,০৭৫

১,৩৮,৬৮৬

-

-

২,৩৮৯

আ. লীগ

২১

সিলেট-২

১,০৯,৩৫৬

১,০৬,০৪০

-

-

৩,৩১৬

আ. লীগ

২২

কুমিল্লা-৭

৭৯,৪৪০

৭৩,৯৩৩

-

-

৫,৫০৭

আ. লীগ

২৩

কুমিল্লা-৯

১,১৭,৭৪৮

১,১৭,২৯০

-

-

৪৫৮

আ. লীগ

২৪

চাঁদপুর-৪

৮১,৮৩৬

৮৮,৯০৫

-

-

৭,০৬৯

বিএনপি

২৫

লক্ষ্মীপুর-২

১,২৯,৯৯৫

১,৩৩,৪২০

-

-

৩,৪২৫

বিএনপি


বাংলা ইনসাইডার/বিপি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭