ইনসাইড বাংলাদেশ

দেশের তৈরি রোবট মি. টিভেটের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2018


Thumbnail

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় আইডিইবির সদস্যদের উদ্ভাবিত ‘মি. টিভেট’ নামের একটি রোবট। এ সময় রোবটটির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রোবটটিকে শেখ হাসিনার সামনে হাজির করা হলে প্রথমেই সে প্রধানমন্ত্রীকে স্যালুট জানায়।

কথোপকথন চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোবটটিকে প্রশ্ন করেন, হোয়াট ইজ ইয়োর নেম, উত্তরে রোবটটি বলে মাই নেম ইজ মি. টিভেট। তারপর প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, হাউ আর ইউ। তখন রোবটটি উত্তর দেয়, ফাইন। সবশেষে শেখ হাসিনা জিজ্ঞাসা করেন, হোয়াট ইজ দ্য নেম অব দ্য ফাদার অব দ্য নেশন। উত্তরে মি. টিভেট বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ফাদার অব দ্য নেশন।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের ‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেইনিং’ প্রতিপাদ্য সামনে রেখে এই সম্মেলন শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ১৭ সেপ্টেম্বর।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭