ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ’মাংখুট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2018


Thumbnail

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ’মাংখুট’। ‘মাংখুট’কে বছরের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসেবে মনে করা হচ্ছে। আজ শনিবার সকালে প্রবল বৃষ্টির সঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ’মাংখুট’।

ঝড়ের ভয়াবহতা নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল দেশটির আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছিল, এটাই এ বছরের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ফিলিপাইনের লুজো দ্বীপে প্রবেশ করেছে সেই শক্তিশালী ঝড়। ঝড়ের গতিবেগ ছিল ২৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী দু’দিন থাকবে এই ঝড়। এ কারণে ফিলিপাইনের ছয় প্রদেশে ‘সিগন্যাল ফোর’ অ্যালার্ট জারি করা হয়েছে।

শক্তিশালী এই ঘূর্ণিঝড় থেকে বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০১৩-র নভেম্বরে এখানে সিগন্যাল চার মাত্রার ভয়ঙ্কর ঝড় হয়েছিল। সে সময় ফিলিপাইনে ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তবে ২০১৮-তে এটাই সবথেকে ভয়ঙ্কর ঝড় বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭