ওয়ার্ল্ড ইনসাইড

চীনে কোণঠাসা মার্কিনীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2018


Thumbnail

চলমান বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়ছে চীনে অবস্থিত মার্কিন কোম্পানিগুলো ওপর। সম্প্রতি ওয়াশিংটন ও বেইজিংয়ের বাণিজ্য যুদ্ধের প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকান চেম্বার্স অব কমার্সের দু’টি প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার আমেরিকান চেম্বার্স অব কমার্স ইন চায়না (অ্যামচেম চায়না) ও আমেরিকান চেম্বার্স অব কমার্স ইন সাংহাইয়ের (অ্যামচেম সাংহাই) এর দু’টি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জরিপে দেখা গেছে, চীনে প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিন কোম্পানির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুসারে আরো ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্য আমদানিতে শুল্ক আরোপ করা হলে, মার্কিন কোম্পানিগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। গত ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪৩০ টির ও বেশি মার্কিন কোম্পানির ওপর এ জরিপটি পরিচালনা করেছে দুই আমেরিকান চেম্বার অব কমার্স।

পরিদর্শন ও অন্যান্য আমলাতান্ত্রিক প্রক্রিয়া জটিল করার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোকে চাপের মুখে রাখছে বেইজিং। এছাড়া শুল্ক আরোপের পাশাপাশি শুল্ক বিভাগ থেকে অব্যাহতিপত্র পেতেও মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে গড়িমসি করছে চীনা কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই শীর্ষ অর্থনীতির মধ্যে সংঘাতের ফলে বাণিজ্যে প্রতিবন্ধকতা শুরু হয়েছে। হুমকি অনুযায়ী উভয় পক্ষ যদি আবারো পাল্টাপাল্টি শুল্ক আরোপের দিকে এগোয়, তাহলে ২০২০ সাল নাগাদ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট সংকুচিত হবে।

এদিকে চীনা অর্থনীতির ক্ষতি করার প্রচেষ্টা চালিয়ে আরোপিত মার্কিন শুল্কেও ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন কোম্পানিগুলো। সংকট নিরসনে দুই আমেরিকান চেম্বার ও কমার্সের প্রতিনিধিরা দুই দেশের সরকারকে আলোচনার টেবিলে বসার প্রতি আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনটাই তেমন ফলপ্রসূ হয়নি।

রোবটিকস ও অন্যান্য ক্ষেত্রে চীনের এগিয়ে যাওয়ায় মার্কিন শিল্প নেতৃত্বকে হুমকিতে ফেলবে বলে মনে করছেন মার্কিন গবেষকরা। এদিকে ট্রাম্প যদি দ্বিতীয় দফা শুল্ক আরোপ করেন, সেক্ষেত্রে বেইজিংও পাল্টাপাল্টি শুল্ক আরোপ করবে।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭