ওয়ার্ল্ড ইনসাইড

ভয়াবহ দাবদাহে পুড়ছে মহারাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/03/2017


Thumbnail

চৈত্রের দাবদাহে পুড়ছে ভারতের বিভিন্ন স্থান। গ্রীষ্ম আসার ‍আগেই ভারতের গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানার দক্ষিণ অংশ ও উড়িষ্যার বেশ কিছু অংশে তাপমাত্রা অনেক বেড়ে গেছে। ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবারে। পশ্চিম ও উত্তর ভারতের বেশ কিছু স্থানে ভয়াবহ দাবদাহের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার সকাল চারদিকে আগুন লাগিয়ে দিয়েছে। নয়াদিল্লির তাপমাত্রা অন্তত তাই বলছে। বছরের সবচেয়ে উষ্ণ সকাল পার করেছে নয়া দিল্লি। সকালে নয়াদিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এই তাপমাত্রা বুধবারের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙে ফেলেছে। ভারতের আবহাওয়া অফিস বলছে, আগামীতে তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে মৃদুমন্দ শীতল বাতাস অনেকটাই স্বস্তিতে রেখেছে রাজধানীর মানুষজনকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কোথাও বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। মেঘলা আকাশের কারণে সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে যেতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৮ শতাংশ।

বেসরকারি আবহাওয়া প্রতিষ্ঠান স্কাইমেট আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, এবারের বর্ষায় স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হবে ভারতে।


বাংলা ইনসাইডার/ আরএস/এসএফ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭