ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2018


Thumbnail

ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হয়েছেন রঞ্জন গগৈ। আগামী ৩ অক্টোবর দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। ইতিমধ্যেই নিয়োগ আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্রর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। এর পরদিনই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে দেশের বিচারকার্যের দায়িত্ব হাতে নেবেন তিনি। দেশটির আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

রঞ্জন গগৈ ১৯৫৪ সালে আসামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে আসামের গুয়াহাটি হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন তিনি। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এক বছর কাজ করার পর ২০১২ সালের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান রঞ্জন গগৈ। শীর্ষস্থানীয় বিচারপতি হিসেবে দীর্ঘ কর্মজীবনে ভারতের বহু গুরুত্বপূর্ণ মামলার বিচার করেছেন তিনি।

এর আগে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে কেউই প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হয়নি। রঞ্জন গগৈ নির্বাচিত হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে এই প্রথম কেউ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭