ওয়ার্ল্ড ইনসাইড

মাতলামির শাস্তি পাচ্ছেন পাকিস্তানি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2018


Thumbnail

মাতলামি করায় শাস্তি পাচ্ছেন যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার শাহাবজাদা আহমেদ খান।  লন্ডনে একটি অনুষ্ঠানের মঞ্চে মাতাল অবস্থায় বক্তব্য রাখায় তাঁকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁকে কারণ দর্শানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। পাক সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর লন্ডনে ‘ইন্টারন্যাশনাল পাকিস্তান প্রেস্টিজ অ্যাওয়ার্ডস’ বা আইপিপিএ অনুষ্ঠানে যোগ দেন শাহাবজাদা আহমেদ খান। সেখানে তিনি মাইক্রোফোন হাতে বেশ কিছুক্ষণ অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য দেন এবং এলোমেলো আচরণ করেন। শাহাবজাদার এসব কার্যকলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ওই ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শাহাবজাদার আচরণ আমলে নিয়ে ব্যাখ্যার জন্য তাকে দেশে ডেকে পাঠায়। তাকে বরখাস্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁর পদে প্রধানমন্ত্রী ইমরান খান নিজের বন্ধু শাহাবজাদা জাহাঙ্গীরকে নিয়োগ দিতে পারে বলে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭