ইনসাইড বাংলাদেশ

‘সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সভা-সমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যান যাতে সবার জন্য উন্মুক্ত থাকে সেজন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কাউন্সিল হলে সংগঠনটির ৪১তম কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।

এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘শনিবার (১৫ সেপ্টেম্বর) গণভবনে আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক হয়েছিল। বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, সভা, সমাবেশ সবাইকে সোহরাওয়ার্দী উদ্যানে করতে। পুলিশ নিরাপত্তার স্বার্থে অনেক সময় অনেককেই অনুমতি দেয় না। তবে, প্রধানমন্ত্রী পরিস্কার ভাষায় বলে দিয়েছেন, নিবন্ধিত যেসব দল সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি চাইবেন কোনো সমস্যা হবে না। সবাই অনুমতি পাবে।’

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েন হবে না, এটা আমরা বলবো না। প্রয়োজন হলে সেই অবস্থায় নির্বাচন কমিশন অনুরোধ করলে বাস্তব পরিস্থিতির আলোকে কীভাবে মোতায়েন হবে সরকার সেই সিদ্ধান্ত নেবে।’

এসময় সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় ঐক্যের পাঁচ দফা দাবি অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আইডিইবির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুর রহমান।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭