ইনসাইড বাংলাদেশ

আগামী মাসেই এমপিওভুক্তির ফয়সালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2018


Thumbnail

আগামী একমাসের মধ্যে স্কুল-কলেজ এমপিও ভুক্তির বিষয়ে ফয়সালা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ রোববার বিকেলে জাতীয় সংসদের ২২তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মন্ত্রী।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের (পাটুয়াখালী-৩) সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্তির জন্য এরইমধ্যে আমরা অনলাইনে কিছু শর্ত দিয়ে আবেদন করার আহ্বান জানিয়েছি। আমরা বরাবরই অর্থমন্ত্রীর কাছে বরাদ্দ চেয়ে আসছি। এবার অর্থমন্ত্রী সম্মতি দিয়েছেন। তবে কত টাকা দেবেন সেটা এখনো জানা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত নিয়ে আগামী মাসের মধ্যে এমপিওভুক্তির বিষয়ে আমরা ফয়সালা করে দেব।’

এর আগে জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে বলেছিলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পরই শিক্ষার গুণগত মান উন্নয়নে সারাদেশে ১৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। অবশিষ্ট নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করতে ইতিমধ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮’ জারি করা হয়েছে।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭