ওয়ার্ল্ড ইনসাইড

এবার ট্রাম্পের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে মনোনীত প্রার্থী ব্রেট কাভানহর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মুখ খুলেছেন এক নারী। ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ড নামের ওই নারীর দাবী, কিশোর বয়সে কাভানহ তাঁর ওপর নির্যাতন চালিয়েছিলেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান ফোর্ড। খবর বিবিসির।

ট্রাম্পের মনোনীত বিচারক প্রার্থী কাভানহ যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তবে সিনেট জুডিশিয়ারি কমিটির শীর্ষ সদস্যরা ফোর্ড এবং কাভানহ দুজনকেই ডাকবেন এবং তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলির মুখপাত্র বলেন, ‘দুজনের সঙ্গেই কথা বলার জন্য আমরা কাজ শুরু করেছি। তাঁদের দুজনেরই অতীত ইতিহাসও পর্যালোচনা করা হবে।’

স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার কাভানহের চূড়ান্ত নিয়োগের বিষয়ে সিনেটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠল।

গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে ব্রেট কাভানহকে মনোনয়ন দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আপিল আদালতের বিচারকের দায়িত্ব পালন করছিলেন তিনি। ৫৩ বছর বয়সী কাভানহ কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত। জেসুইট হাই স্কুল ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। কাভানহ সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭