ইনসাইড ইকোনমি

দ্রুত বর্ধনশীল বিশ্বসেরা ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

প্রতি বছরের মতো এবছরও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাময়িকী ফরচুন বিশ্বের দ্রুত বর্ধনশীল ১০০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে। কোম্পানিগুলোর গত তিন বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এই তালিকা তৈরি করে তারা। এবারের তালিকার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের বাইরের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে শীর্ষ ১৫ তে জায়গা করে নিয়েছে চীনের টাল এডুকেশন গ্রুপ। এবছর দ্রুত বর্ধনশীল সেরা চারটি কোম্পানিই গতবছর এ তালিকার বাইরে ছিল।  

১. হেলথ ইন্সুরেন্স ইনোভেশন্স

দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে হেলথ ইনস্যুরেন্স ইনোভেশন্স। যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটি প্রতিষ্ঠা পেয়েছিল ২০০৮ সালে। গত তিন বছরের হিসেবে তাদের শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ২৫৩ শতাংশ। রেভেনিউর দিক থেকে তাঁদের প্রবৃদ্ধির হার ৪৬ শতাংশ।

২. স্ট্যাম্পস ডটকম

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ১৩২ শতাংশ। গত তিন বছরের হিসেবে রেভেনিউ প্রবৃদ্ধির হার ৫০ শতাংশ। কোম্পানিটি ইন্টারনেটভিত্তিক মেইলিং এবং শিপিং সার্ভিস দিয়ে থাকে।

৩. সুপারনাস ফার্মাসিউটিক্যালস

ফরচুনের তালিকার তৃতীয় অবস্থানে থাকা সুপারনাস ফার্মাসিউটিক্যালস ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ১৫৪ শতাংশ। কোম্পানিটির রেভেনিউ প্রবৃদ্ধির হার ৪৬ শতাংশ।

৪. অ্যাপলাইড অপটোইলেকট্রনিক্স

টেক্সাসভিত্তিক কোম্পানিটির শেয়ার প্রতি আয়ের দিক থেকে গত তিন বছরে প্রবৃদ্ধির হার ১৫৫ শতাংশ। তাদের রেভেনিউ প্রবৃদ্ধির হার ৪৩ শতাংশ। কোম্পানিটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা পায়। প্রাইম ওয়ার্ল্ডস ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এটি।

৫. পেকম সফটওয়্যার

ফরচুনের এবারের তালিকার পাঁচে থাকলেও গত বছর তাঁদের অবস্থান ছিল দুইয়ে। কোম্পানিটির গত তিন বছরের হিসেবে শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ৯৭ শতাংশ। তাদের রেভেনিউ প্রবৃদ্ধির হার ৪২ শতাংশ।

৬. ফেসবুক

ফেসবুকের গত তিন বছরে শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ৯১ শতাংশ। কোম্পানিটির রেভেনিউ প্রবৃদ্ধির হার ৫০ শতাংশ। গতবছরের তালিকাতেও কোম্পানিটি ছয়েই অবস্থান করছিল।

৭. এনভিডিয়া

ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটি গত বছরের তালিকার ৩৬-এ ছিল। কম্পিউটার গেম কোম্পানি এনভিডিয়ার শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ৮০ শতাংশ। রেভেনিউ প্রবৃদ্ধির হার ৩২ শতাংশ।

৮. আরিস্টা নেটওয়ার্কস

আরিস্টা নেটওয়ার্কসের শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ৬৪ শতাংশ। কম্পিউটার নেটওয়ার্কিং কোম্পানিটির রেভেনিউ প্রবৃদ্ধির হার ৪০ শতাংশ। গত বছরের তালিকায় তাদের অবস্থান ছিল দশে।

৯. অ্যামাজন

অ্যামাজনের শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ১০৭ শতাংশ। কোম্পানিটির রেভেনিউ প্রবৃদ্ধির হার ২৭ শতাংশ। গত বছর তারা নবম অবস্থানে ছিল।

১০. এলজিআই হোমস

টেক্সাসভিত্তিক এলজিআই হোমস একটি হাউজিং ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। গত বছরের তালিকায় তাদের স্থান না হলেও এবার তারা সেরা দশে জায়গা করে নিয়েছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধির হার ৫০ শতাংশ। রেভেনিউ প্রবৃদ্ধির হার ৪৪ শতাংশ।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭